হে অজানা আগন্তুক
তুমি অতি অদ্ভুত
আগে কভু দেখি নাই
তোমাকে |
লোকে বলে চীন দেশে
ছিল ঘর,
সেথা হতে বাহিরিয়া
করিতেছ এবছর
পৃথিবী সফর |
কোবিদ উনিশ নামে
ভুবনে বিদিত তুমি,
আতংকিত সর্বজনে ,
সমগ্র মানব জাতি
কখন কাহার দোরে
হানিবে আঘাত তব
কেহ তাহা জানেনা কখন ;
উচ্চনীচ, ধনী,দুস্থ
ভেদাভেদ নাহি কোনো
তব কাছে সবাই সমান |
মুখোশ পড়িয়া সবে,
দূরত্ব মানিয়া চলি,
একবিংশ শতাব্দীতে
মাদুর্গার করি আবাহন |
দুর্গতিনাশিনী শীঘ্র আসিবেন
পিতৃগৃহে করিবেন আর্তের ত্রাণ|
নিবেদন এই মম,
কোভিদ তোমার কাছে
মুক্ত করি এ ধরায়,
সত্বর অন্যত্র তুমি করহ গমন |
নতুবা অসুরবিনাশিনী আসি
করিবেন তোমার দমন |
জয়হোক দুর্গতিনাশিনী তব
সবে মিলি করি তব শ্রীচরণবন্দন ||
Dipa Bhattacharyya
Vermont
--